আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশ করেনি চারটি বিদ্যালয়ের কোন  শিক্ষার্থী

রবিবার, ১২ মে ২০২৪, রাত ০৮:১৯

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডে অধীনে এ বছর  চারটি বিদ্যালয়ের পাশ করেনি কোন  শিক্ষার্থী। 

রোববার ( ১২ মে)  ফলাফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 বিদ্যালয়গুলো হল– দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌমহনী মডেল স্কুল, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার গোগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুনন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পুরবা সুখাতি  বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও এবার পাস করেনি।  

চৌমহনী মডেল স্কুল থেকে ৬ জন, গোগোয়া বালিকা বিদ্যালয় থেকে ১৪ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং পুরবাসুখাতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।  

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এ বছর পাশের হার  ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এবার পাসের হারসহ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়েছে মেয়েরা। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ।

শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুস সামাদ আজাদ জানান, ‘যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী পাস করেনি, সেসকল শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে মন্ত্রণালয় ঘোষিত পূর্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এবছর ৭৭ টি স্কুলের শতভাগ ছাত্রছাত্রী পাশ করেছে। 

এ বছর এই বোর্ডে পাশ ও জিপিএ-৫ এর সংখ্যায় এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৮১ দশমিক ০৭ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৬ জন ছাত্রী আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন। 

মন্তব্য করুন


Link copied